চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন
বোরহানউদ্দিনে বিদুতায়িত হয়ে যুবকের মৃত্যু
বোরহানউদ্দিন সংবাদদাতা ॥ ভোলা বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মোঃ সজিব (২৯) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। রবিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই গ্রামের মো. হারিস ডাক্তারের ছেলে।
সূত্রে মতে জানা যায়, এ মাসের ১৮ আগস্ট সজিব ওমান যাওয়ার কথা ছিল। রবিবার সকালে তার ঘরে বিদ্যুতের বাতির লাইনে সমস্যা দেখা দেয়। তিনি নিজে এ সমস্যা সমাধানের চেষ্টা কালে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসলে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।