মেঘনার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর প্রবাহিত

মনপুরায় জোয়ারের পানিতে নিন্মাঞ্চলসহ ৪ গ্রাম প্লাবিত, দুই হাজার মানুষ পানিবন্দি

নজরুল ইসলাম মামুন, মনপুরা প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় নিন্মচাপের প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হয়ে নিন্মাঞ্চলসহ চারগ্রামের বেড়ীর বাহিরে ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়। এতে ওই সমস্ত এলাকার দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এছাড়াও জোয়ারে পানিতে মনপুরা উপজেলার বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন চরকলাতলী ও চরনিজামে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত চরাঞ্চলে ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য আবদুর রহমান ও আমিন।
এদিকে বুধবার দুপুর ২ টায় মেঘনার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ। বুধবার দুপুর ১২ থেকে একটানা ২ টা পর্যন্ত জোয়ারে প্লাবিত হয় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চার গ্রামের বেড়ীর বাহিরের নিন্মাঞ্চলসহ বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন চরাঞ্চল।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, চরজ্ঞান, চরযতিন ও সোনারচর গ্রামের বেড়ীর বাহিরে ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে। এছাড়াও জোয়ারের ওই সমস্ত এলাকার বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। জোয়ারের বেড়ীর বাহিরে বসবাসরত আনুমানিক ২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও দাসেরহাট এলাকার বেড়ী সংলগ্ন দাসেরহাট জামে মসজিদ জোয়ারের পানিতে প্লাবিত হতে দেখা গেছে।

প্লাবিত এলাকার বাসিন্দা বাছেদ, শমিরন, কালির টেকের কালি সহ অনেকে জানান, জোয়ারের পানি ঘরের মধ্যে পবেশ করেছে। তাই তারা ঘর ছেড়ে বেড়ীর ওপর আশ্রয় নিয়েছে। পানি সরে গেলে ঘর যাবে। আজ অনাহারে থাকতে হবে। তারা সরকারের কাছে ত্রানের দাবী করেন।


এ ব্যাপারে উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার জানান, জোয়ারের পানিতে বেড়ীর বাহিরে প্লাবিত চার গ্রাম প্লাবিত হয়। দুই হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, মেঘনার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়ে বেড়ীর বাহিরে কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও জোয়ারের পানিতে বেড়ীবাঁধ রক্ষায় ইর্মারজেন্সি কাজ হাত নেওয়া হয়েছে।


এ ব্যাপারে মনপুরা উপজেলার নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নওরীন হক জানান, জোয়ার প্লাবিত হওয়ার খবরটি উধ্বর্তন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। দ্রুত দুর্গত এলাকার মানুষদের সহযোগিতা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।