ভোলায় আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার) : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভোলায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক কর্যালয়ের হল রুমে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা’র সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান, পুলিশ সুপার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার। আরও বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, বাংলারকণ্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুল আমিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সফিকউর রহমান মিয়া। এসময় দিবসটি উদযাপনে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।