ভোলায় ১০ লাখ টাকাসহ ৬ প্রতারক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ১০ লাখ টাকাসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি টিম। একমাস প্রতারককারীদের তথ্য যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে শহরের পৌর ৮নং ওয়ার্ড শাহাজাহান মাষ্টারের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ছয় প্রতারক হলেন- মো. জাকির হোসেন, মেহেদী হাসান, শাহাদাত মোল্লা, পারভেজ হোসেন, ইউনুস শেখ ও ওবাইদুর রহমান। তারা নোয়াখালী, গোপালগঞ্জ ও ফেনি জেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান (প্রশাসন ও অর্থ) জানান, একটি প্রতারক চক্র দীর্ঘ কয়েকমাস ধরে ভোলার বিভিন্ন উপজেলায় সুমন ক্যামিকেল কোম্পানির ঔষধ বিক্রয় প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছে। লালমোহন উপজেলার এক মুদি ব্যবসায়ী এমন প্রতারণার শিকার হয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর শরণাপন্ন হয়। এরপর সাইবার ক্রাইমের এসআই শামীম সরদার ও এএসআই আল-আমীন টানা একমাস গোপনে তথ্য-উপাত্ত সংগ্রহ করে বৃহস্পতিবার বিকেলে ৬ প্রতারককে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা নগদ ১০ লাখ টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। পরে ভুক্তভোগী ব্যবসায়ী শাহাবুদ্দিনের দায়ের করা মামলায় আটককৃত ৬ প্রতারককে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।