ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ দ্বীপজেলা ভোলায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস ভোলার ঘরে ঘরে সরবরাহের দাবিতে আন্দোলনে নেমেছেন ভালাবাসী। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে “ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির” ব্যনারে শহরে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ভোলায় বিপুল প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে। সম্প্রতি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ভোলার গ্যাস জেলার বাইরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্দোলনকারীদের দাবি এই গ্যাস দিয়ে ভোলায় বড় বড় শিল্প কারখানা গড়ে তোলা হোক। পাশাপাশি ভোলায় আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হোক। গৃহস্থালির কাজে ব্যাবহারের জন্য ভোলার প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ করার পর জেলার বাইরে গ্যাস সরবরাহ করার দাবি জানিয়েছেন বক্তারা।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, বিশিষ্ট সমাজসেবক বন্ধুজনের প্রধান সম্পাদক মিঞা মোহাম্মদ ইউনুস, নাগরিক আন্দোলনের আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, বিজেপি সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, শিক্ষক প্রতিনিধি কামরুল আহসান, ইমাম সমিতির নেতা হাফেজ মো. বনি আমিন প্রমুখ। এসময় সংগঠনের সদস্য ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ভোলা জেলা শহরে নামমাত্র বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আওর কিছু সংযোগ দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও সংযোগ দেওয়া হয়নি। রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে আবাসিক সংযোগ দেওয়ার কাজ বন্ধ রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।