লালমোহনের তেঁতুলিয়ায় ধরা পড়লো দুই কেজির ইলিশ

জাহিদ দুলাল, লালমোহন ॥ ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীতে জেলেদেরে জালে ধরা পড়েছে দুই কেজি ১৫ গ্রামের একটি ইলিশ মাছ। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটের মো. তসলিম নামের এক আড়তদার জেলেদের থেকে ৭ হাজার একশত টাকায় মাছটি কিনেন।
তসলিম নামের ওই আড়তদার জানান, স্থানীয় রাজ্জাক মাঝির ট্রলারের জেলেদের জালে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের সময় এই ইলিশটি ধরা পড়ে। এরপর তারা ওই মাছ বিক্রির জন্য শুক্রবার দুপুরে ঘাটে আনেন। তখন মাছটি ৭ হাজার একশত টাকা দিয়ে কিনি। স্থানীয় কেউ এতো দাম দিয়ে এই ইলিশ মাছটি কিনতে না পারায় এটি লঞ্চযোগে ঢাকায় পাঠাচ্ছি। সাড়ে ৭ হাজার টাকা হলেই মাছটি বিক্রি করবো।
এ ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, নদীতে ডুবোচরের কারণে মাছ কম পাওয়া যাচ্ছে। মাছ কম পাওয়ায় তাই দামও বেশি। তবে আরেকটু ভালোভাবে বৃষ্টি নামলে নদীতে প্রচুর ইলিশ মিলবে। তখন মাছের দাম সর্বস্তরের জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে মনে করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।