গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বাংলাবাজারে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

এইচ এম এরশাদ ॥ ‘ফলজ ও বনজ, ঔষধি গাছে ভরে দেবো দেশ; ভবিষ্যৎ প্রজন্ম পাবে সবুজ ও সুন্দর বাংলাদেশ’ বৃক্ষ ও প্রাণীকুল একে অপরের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। সেই ধারাবাহিকতা মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টায় ভোলার উত্তর জয়নগর দৌলতখান শাখা (বাংলাবাজার) গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বিভিন্ন প্রকারের ২শ’ ৫০টি চারা বিনামূল্যে ব্যাংকের সাধারণ সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জয়নগর দৌলতখান শাখার (বাংলাবাজার) ব্যবস্থাপক নিখিল চন্দ্র গোমস্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার জোনাল অডিট অফিসার মতিউর রহমান। আরো উপস্থিত ছিলেন সরজ মন্ডল, মো: জসিম উদ্দিন, মো: আব্বাস উদ্দিন ও মো: হেমায়েত হোসেন এবং সুকলব গনপতি প্রমূখ।
বিতরণ শেষে নিখিল চন্দ্র গোমস্তা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথিরা পরিবেশ রক্ষায় ও দূষণ মুক্ত বাতাস ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন বৃক্ষরোপণ। সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরা আজ ২শ’ ৫০টি গাছ বিতরণ করি এবং এ বৃক্ষরোপণ আমাদের গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশ ব্যাপি ২০ কোটি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।