১২ বছরের আইনি লড়াই শেষে রিকশাচালক জাহাঙ্গীর পেলেন ন্যায়বিচার
ভোলায় রিইন্টিগ্রেশন অফ রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কশপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় বেসরকারি সংস্থা (আভাস) কর্তৃক বাস্তবায়িত রিইন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কশপ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১০টায় ভোলা সদর উপজেলা হলরুমে সমাজের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা (আভাস) এর আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা এডভোকেসি ওয়ার্কিং গ্রুপ এর সভাপতি আজিজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, জেলা কর্মসংস্থা ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোঃ রহিজ উদ্দিন ও ভোলা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যান মহোদয়গণ।
উক্ত সভায় প্রথমে কোরআন তেলাওয়াত করেন মাহবুব আলম ও পরে পবিত্র গীতা পাঠ করেন রামপ্রসাদ ম্যানেজার আভাস। এরপর পরই উক্ত প্রকল্পের পরিচালক রাম প্রসাদ আভাসের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যুগোপযোগী আলোচনা করে সভার সকলকে অবহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যের উপজেলা নির্বাহী কর্মকর্তার তৌহিদুল ইসলাম বেসরকারি সংস্থা আভাস কে তাদের এ সুন্দর কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান এবং পরে আভাসকে আরো কিছু দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে বিদেশ ফেরত অভিবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে যুগোপযোগী আলোচনার করে। পরে ভোলা জেলার আভাসের সভাপতি আজিজুল ইসলাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।