লালমোহনে সাংবাদিকদের মানববন্ধন

লালমোহন প্রতিনিধি ॥ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলার লালমোহনে সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। রবিবার বিকাল ৩টায় লালমোহন চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, কোষাধ্যক্ষ মাকসুদুর রহমান পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন শাখার সভাপতি শাহিন কুতুব, সাধারণ সম্পাদক সালাম সেন্টু, রিপোর্টার্স ইউনিটির সদস্য হাসান পিন্টু, সাংবাদিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নুরুল আমিন, নির্বাহী সদস্য মোখলেছ বকসী প্রমূখ। এ সময় সাংবাদিক গোলাম রাব্বনী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, দ্রুত বিচার কার্যসম্পাদন ও সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবী জানান বক্তারা।


উল্লেখ্য, গত ১৪ জুন রাতে নিজ বাড়ী ফেরার পথে জামালপুরের বকসীগঞ্জের পাথাটিয়ায় ১০-১২জন দুর্বৃত্ত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। ১৫ জুন বেলা ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।