মেঘনায় ধরা পরল বিরল প্রজাতির ‘কাঁকড়া’

বোরহানউদ্দিন সংবাদদাতা: ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি রাজ কাঁকড়া। এটি দেখতে অনেকটা পানপাতা মাছের মতো। শক্ত পিঠের উপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক গুলো পা এবং পিছনে রয়েছে একটি সরু লেজ। শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় রাকিব মাঝি তার বাড়ি বোরহানউদ্দিন উপজেলার বাথান বাড়ি গ্রামে নিয়ে আসেন কাঁকড়াটি।

মঙ্গলবার (১৩ জুন) ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ মাছ ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে রাকিব মাঝির জালে ধরা পরে কাকঁড়াটি।

রাকিব মাঝি জানান, গত মঙ্গলবার চরফ্যাশনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পরে এই রাজ কাঁকড়াটি। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানিতে রেখে দেয়। সে আরও জানান, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখিনি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম কয়েক লাখ টাকা। তাই বিক্রির আশায় সামরাজ ঘাট থেকে বাড়ীতে আসার সময় পানির পাত্রে করে নিয়ে এসেছি এবং তাতেই রেখে দিয়েছি। এটি এখন অনেকেই দেখতে আসছেন। কাঁকড়াটির ওজন প্রায় ২০০ গ্রাম।
গবেষকদের মতে, এই কাঁকড়াটি হলো Horseshoe Crab লিমুলাস। এটি “রাজ কাঁকড়া” নামেও পরিচিত।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।