বোরহানউদ্দিনে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সুইডেনের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
সংস্থার পরিচালক (কর্মসূচি) হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির নীল রতন। এছাড়াও প্রজেক্ট কোঅডিনেটর পুস্টিবিদ মোঃ বাবুল আক্তার, প্রজেক্ট অফিসার মোছা: অফরোজা আক্তার, প্রজেক্ট ফ্যাসিলিট্যাটর মো: সফিকুর রহমান সফিক, সাচড়া ইউপি সচিব আতাউর রহমান, জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবতনের প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশিলতা বৃদ্ধি ও নারিদের নেতৃত্বের সক্ষমতা তৈরীতে কাজ করার উপর বক্তারা সকলকে এগিয়ে আসার আহবান জানান।