লালমোহনে থেরাপি’র নামে অনৈতিক কর্মকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন
লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে বসতঘরে থেরাপি’র নামে নারী-পুরুষের অনৈতিক কর্মকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী গ্রামের শতাধিক নারী-পুরুষ। বুধবার সন্ধ্যায় পৌর শহরের চৌরাস্তায় মানববন্ধন শেষে থানার লালমোহন ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে ওই গ্রামের ৯৭জন বাসিন্দার স্বাক্ষরিত লিখিত অভিযোগ জমা দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, থেরাপির নামে বাসায় দিনেদুপুরে নারী-পুরুষ নিয়ে অনৈতিক কাজ চালাচ্ছে মহেষখালী গ্রামের শাহে আলমের স্ত্রী (শাহেনুর)। দীর্ঘদিন এধরণের অনৈতিক কাজ চললেও ওই নারীর মিথ্যা মামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। ফলে মহেষখালী গ্রামে যুব সমাজ নষ্ট হচ্ছে, ছেলে-মেয়েদের বিয়ে দিতে গেলে এলাকা মন্দ বলে অন্য এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই এসব অনৈতিক কাজ বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কোনও কথা বলতে রাজি হননি শাহে আলমের স্ত্রী শাহেনুর বেগম। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী গ্রামবাসীর স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।