সর্বশেষঃ

নারীর স্বাধীনতা ও ক্ষমতায়নে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরন সভায় বক্তারা বলেছেন, কেবল আইন করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব নয়। নারীর স্বাধীনতা ও ক্ষমতায়নে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক। অনুষ্ঠানের উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী পুস্টিবিদ বাবুল আখতার। বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রেজাউল করিম রাজিব, পৌর কাউন্সিলর মোঃ ছালাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বোরহানউিদ্দিন মহিলা কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, গঙ্গাপুর ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।