ভোলায় ইলেকট্রিক ইন্সটলেশন কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় প্রসপারিটি প্রকল্পের আওতায় বেকার তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়নমূলক ইলেকট্রিক ইন্সটলেশন বিষয়ক ৩ মাসব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রথম ব্যাজে প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
পল্লিকর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় জন উন্নয়ন টেকনিক্যাল ইনিস্টিটিউটে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে উদ্ধোধনি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জন উন্নয়ন টেকনিক্যাল ইন্সটিটিউটের তত্বাবধায়ক সাবেক অধ্যক্ষ ফজলুর রহমান, প্রকল্প সমন্বয়কারি মোঃ আবু বকর, প্রশিক্ষক ফয়েজুর রহমান ফারুক ও মোঃ আলী প্রমূখ। প্রশিক্ষণে জেলার ১৫জন তরুণ অংশ নেয়।