সর্বশেষঃ

ইলিশার দরিদ্র কৃষকের গরু জবাই করে চামড়া ভুঁড়ি রেখে মাংস নিয়ে গেলো চোরেরা 

স্টাফ রিপোর্টার : উত্তর ভোলার আলোচিত গরু চুরির ঘটনার রেশ না যেতেই আবারো ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা দলেরা। চোরাইকৃত গরুর মাংস পরানগঞ্জ বাজার, জংশন বাজারসহ গুরুত্বপূর্ণ কিছু বাজারে কসাইদের মাধ্যমে চোরেরা বিক্রি করে বলে সূত্রে জানা গেছে। গতরাতে পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডের দরিদ্র কৃষক নুরুউদ্দিন ঈদে বিক্রির জন্য সন্তানের মত লালন পালন করেছে একটি গরু, সেই গরু চুরি করে পার্শ্ববর্তী পূর্ব ইলিশা ৯নং ওয়ার্ডে জবাই করে চামড়া রেখে মাংস নিয়ে গেছে চোরেরা।
রবিবার পুলিশ চামড়া উদ্ধার করেছে। নুরুউদ্দিন জানান, পরানগঞ্জ বাজারের এক কসাই আমার গরু চুরির সাথে জড়িত, তাকে আটক করলেই বের হয়ে আসবে কে চুরি করেছে।
এদিকে দরিদ্র কৃষকের গরু চুরির ঘটনায় পুরো এলাকার মানুষ দুঃখপ্রকাশ করছে এবং তদন্তের মাধ্যমে চোর শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে। ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়েছি, গরুর মালিকের সাথে কথা বলেছি, আমাদের তদন্ত চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।