ভোলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ভার্চুয়্যালী যুক্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থেকে যৌথভাবে ফলক উন্মোচন করেন।
সজীব ওয়াজেদ এর সার্বিক নির্দেশনায় ২০৪১ সালের মধ্যে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। তারই ফলশ্রুতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃপক্ষের বাস্তবায়নে ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে শুক্রবার (৯ই জুন) রাত ৮টায় ভোলা সদর উপজেলায়র কাঠালী মৌজায় এ আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারের ফলক উন্মোচন করা হয়। উন্মোচন শেষে জেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সূচনা ঘটে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে বঙ্গবন্ধুর আদর্শ বিষয়ক “মুজিব চিরঞ্জীব” ও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরন শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়। প্রদশর্ণ পর্ব শেষ করার পর উপস্থিত অতিথিদের বক্তব্য শুরু হয়।


স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনিকিউবেশন সেন্টার স্থাপন (১১টি) (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক (উপসচিব) রাজা মুহম্মদ আব্দুল হাই, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম), বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ রিয়াজুর রহমান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।