বিবা’র মানবতার দেয়ালটি মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত : অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর
মনিরুল ইসলাম ॥ ‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান’ এই এই স্লোগানকে সামনে রেখে দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন বিবা’র আয়োজনে মানবতার দেয়াল থেকে প্রতি শুক্রবারের ন্যায় আজ ৯জুন সকাল দশটায় কর্যালয়ের সামনে থেকে অসহায়দের মাঝে বিভিন্ন সবজি ও তড়িতরকারি বিতরণ করা হয়। এ মহতি কাজকে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল গফুর।
চরজংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা গবেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। উপস্থিত ছিলেন ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন এর ভারপ্রাপ্ত উপাধাক্ষ মুজিব আলম মিঠু। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনটির সভাপতি প্রভাষক আজিজুল ইসলাম। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আগামী শুক্রবার সবজি বিতরনের জন্য ব্যয়ভার গ্রহন করেন। সকলের দানের পরিমান রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখা হয়।
প্রধান অতিথি বলেন আমাদের শিক্ষা পরিবার সহ সকলেরই যার যার অবস্থান থেকে মানবতার দেয়ালের মধ্য দিয়ে অসহায়দের জন্য এগিয়ে আসা উচিৎ। তিনি আরো বলেন, কলেজের শ্রেণি কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যবহারযোগ্য পুরাতন কাপড় দেয়ার বিষয়ে তুলে ধরতে হবে। এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে শিক্ষক সাংবাদিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে কিছু পরামর্শ তুলে ধরেন। আগামী কোরবানি ঈদে একটি পশু কোরবানির মধ্য দিয়ে নূন্যতম ২০০ পরিবারের মধ্যে মাংস বিতরণ করার বিষয়ে প্রস্তাব দেয়া হয়। এই বিষয়ে আগামী শুক্রবার সকাল দশটায় সবজি বিতরণের পরে মিটিং ঢাকার পরামর্শ গ্রহণ করা হয়।
বিবা’র নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন আমরা যেভাবে সাড়া পাচ্ছি। সাংবাদিক, সুধী সমাজ, ব্যবসায়ী, চাকরিজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তাতে ইনশাআল্লাহ প্রতি শুক্রবার সকাল ১০ টায় এই মানবতার দেয়াল থেকে তরকারি ও সবজি বিতরণ অব্যাহত থাকবে।