বাংলাবাজার আঞ্চলিক যুবদলের উদ্যোগে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
লালমোহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জাহিদ দুলাল, লালমোহন : ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে লালমোহন উপজেলার সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে খেলাটি ভার্চুয়ালি উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, এলাকায় মাদক ও অন্যান্য খারাপ কাজগুলো থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজ ভবিষ্যতের নেতৃত্ব দিবে। এজন্য যুবসমাজসহ সকলকে বিভিন্ন খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ওসি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার সহ আরো অনেকে। উদ্বোধনী ম্যাচে কালমা ও চরভূতা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে।