চরফ্যাশনের চর কুকরী-মুকরীতে মধু ব্যাবসায়ি ও মৌয়ালদের ই-কমার্স ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশনেরচর কুকরী-মুকরী ইউনিয়নে মধূ ব্যাবসায়ী ও মৌয়ালদের নিয়ে ই-কমার্স ভিত্তিক ব্যাবসা পরিচালনায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পেইস প্রকল্পের আওতায় “ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পন্যের মানোন্নয়ন, ব্যান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন” উপ প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের পন্যের গুনগতমান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বুধবার সকালে কুকরী-মুকরী ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কুকরী মুকরী রেঞ্জের বন কর্মকর্তা মোঃ রাকিব। মধু ব্যবসায়ী মোঃ আবুল বসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক আইটি এন্ড এমআইএস অফিসার মোঃ ফোরকান মিয়া, এরিয়া ইনচার্য অর্জুন চন্দ্র দাস ও ই -কমার্স প্রজেক্ট ম্যানেজার মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণের মাধ্যমে মধুর মানোন্নয়ন, ব্রান্ডিং এবং অনলাইন ভিত্তিক বিক্রির জন্য প্রযোজনিয় পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হয়। এর ফলে সারা দেশে ভোলার মধু সরবরাহে ভালো সুযোগ আসবে এবং ব্যাবসায়ীরাও লাভবান হবে। প্রশিক্ষণে ২৩ জন মধু ব্যাবসায়ী ও মৌয়াল অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।