চরফ্যাশনে ৬ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার
ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার চরফ্যাশনে প্রতারণা, আত্মসাৎ ও কাস্টমসের মামলায় ৪টি সাজা জিআর ওয়ারেন্ট ২টি জিআর ওয়ারেন্টসহ মোট ৬টি ওয়ারেন্টের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবদুল মান্নানকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশের একটি চৌকস টিম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ও ফোর্স সহ সোমবার (৫ জুন বিকাল) সাড়ে ৩টায় বাড্ডা থানা ডিএমপি, ঢাকা এলাকা থেকে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আবদুল মান্নান কে গ্রেফতারা করা হয়। মান্নান চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়ার্ডের শরীফ পাড়া এলাকার মৃত আহসান মিয়াজীর ছেলে। আসামীকে থানায় নিয়ে আসার পর রেজিষ্টারপত্র পর্যালোচনা করে তাহার বিরুদ্ধে ৪টি জিআর সাজা ও ২টি জিআর ওয়ারেন্টসহ মোট ৬টি ওয়ারেন্ট মূলতবী পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।