সর্বশেষঃ

চরফ্যাশনে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত

চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা হোসানিয়া দাখিল মাদ্রাসা’য় নতুন কারিকুলাম ও শিক্ষার মানোন্নয়ন এবং শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জুন) বেলা ১১ টায় দক্ষিণ আইচা হোসানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় দক্ষিণ আইচা হোসানিয়া দাখিল মাদ্রাসা’র সুপার মাওলানা ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিভাবক আব্দুর রব মহরি, আলাউদ্দন,  ও ওই মাদ্রাসা’র সহকারী সুপার মাওলানা মোসলেম উদ্দিন, সহমৌলভী জহিরুল ইসলাম,  সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম সহ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে এতে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। আর একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

উপস্থিত মা ও অভিভাবকদের উদ্যেশে বক্তারা আরো বলেন, আপনাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।