ভোলায় রেইজ প্রকল্পের মাস্টার ক্রাফটস পার্সনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় মাস্টার ক্রাফটস পার্সনদের দুই দিন ব্যাপি ওরিয়েন্টেশন শুরু হয়েছে। রবিবার সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে ওরিয়েন্টেশনের উদ্ধোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ওরিয়েন্টেশনের আয়োজন করে।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাবেক চেয়ারম্যান জাবির হাসনাইন ডিকেন, রেইজ প্রকল্পের ফোকাল পার্সন মোঃ জাহিদুর রহমান মাসুদ, লাইফ স্কিল অফিসার মোঃ আবদুল হাই জিন্নাহ প্রমূখ। ওরিয়েন্টেশনে ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মোবাইল, স্যানিটারি, ইলেকট্রিক, ওয়েলডিং, সেলাই ও পার্লার এর ২৩ জন মাস্টার অংশ নেয়। অংশ গ্রহণকারীদের মধ্যে একটি করে ব্যাগ প্রদান করা হয়।
