বাংলাবাজার আঞ্চলিক যুবদলের উদ্যোগে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
নুর সোলাইমান’র দাফন সম্পন্ন
মোঃ আজিজুল হক ॥ ভোলা পৌর ৬নং ওয়ার্ড আদর্শ একাডেমী রোড নিবাসী মোঃ নুর সোলাইমান শনিবার রাত সাড়ে ১০ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে বয়স ৪৮ বছর। তিনি মা-বাবা, ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। নুর সোলাইমান এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার (৪ মে) আছর নামাজ শেষে শহরের মিয়াজী বাড়ীর মাদরাসা ময়দানে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক, জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীনসহ বিভিন্ন্য গন্যমান ব্যক্তিবর্গ। এছাড়া মরহুম নুর সোলাইমান এর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার মোহাম্মদপুর বসিলায়। দ্বিতীয় জানা শেষে ভোলা উকিল পাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নুর সোলাইমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমানসহ তার কাছের বন্ধু-বান্ধব এবং পরিচিতজনরা।