ভোলায় মাদক বিরোধী অভিযান ॥ ইয়াবা-গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক
ভোলার বাণী ডেস্ক ॥ ভোলায় মাদক বিরোধী অফিযানে সদর উপজেলার ভেদুরিয়া থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিনভর পৃথক পৃথক সময়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রকিয়াধিন।
জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’ একটি টিম এসআই শংকর কুমার ঘোষ সংগীয় অফিসার ও ফোর্স ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালি ০৩নং ওয়ার্ডে সকাল সোয়া ১১টায় অভিযান পরিচালনা করে মোঃ সাহেব আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ টিপু মোল্লা (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। টিপু বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাঁকলা ৩নং ওয়ার্ডের মোঃ আঃ লতিফ মোল্লার ছেলে।
অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই মোঃ হাফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ একই ইউনিয়নের চর রমেশ এলাকার ২নং ওয়ার্ডে দুপুর সাড়ে ১২টায় জনৈক লেদু হাওলাদার এর বাড়ির পূর্ব পার্শ্বে ব্যাংকের হাট টু ভেদুরিয়া লঞ্চঘাট গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (৪০) কে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। মনির ভোলা পৌরসভার মধ্য চরনোয়াবাদ ৪নং ওয়ার্ডের আব্দুল বারেক এর পুত্র। পৃথক পৃথকভাবে গ্রেফতারকৃত ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।