লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. সাব্বির (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাব্বির ওই এলাকার মো. জাফরের ছেলে।
জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল শিশু সাব্বির। এ সময় ওই শিশুর মা রুমা বেগম ঘরের ভিতরে রান্না করার জন্য সবজি কাটছিল। অনেকক্ষণ উঠানে সাব্বিরকে না দেখে খুঁজতে শুরু করেন তার দাদি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশু সাব্বিরকে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে ওই চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।