বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মোঃ তারিম (১১) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১জুন) বিকাল ৫:৩০ ঘটিকার সময় বোরহানউদ্দিন খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইটবোঝাই একটি ট্রাক খেওয়াঘাট থেকে বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে বাইসাইকেলযোগে আসা স্কুল ছাত্রকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা স্কুল ছাত্রকে বোরহানউদ্দিন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্কুল ছাত্র পৌর ৭নং ওয়ার্ডের বাঁদল খলিফার ছেলে ও কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, অপমৃত্যু মামলা হবে, পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।