লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোসা. সাইমা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাইমা ওই এলাকার মো. সেলিমের মেয়ে।
জানা যায়, বুধবার দুপুরের দিকে বাড়ির শিশুদের সঙ্গে উঠানে খেলছিল সাইমা। এ সময় ঘরে রান্না করছিলেন শিশু সাইমার মা নূর নাহার বেগম। শিশুদের সঙ্গে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। বিষয়টি দেখে সঙ্গে থাকা অন্যান্য শিশুরা চিৎকার দিলে সাইমার মা নূর নাহার বেগম ঘর থেকে বের হন। এরপর তিনি কাছে গিয়ে দেখেন পুকুরে ভাসছে শিশু সাইমা। পরে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাইমাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।