ভোলায় ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
মোঃ আজিজুল হক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৩১ মে) বাদ আছর ভোলা বড় জামে মসজিদে ভোলা জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর শরীফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নিয়াজ মিয়াজী, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ, থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাছেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলালসহ ছাত্রদলের বিবিন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন ভোলা বড় জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ নুরে আলম।