বাংলাদেশ ও লিসবনের তরুণ প্রজন্মের সাথে পর্তুগাল এর সোসালিষ্ট পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এফ আই রনি (ব্যুরো প্রধান পর্তুগাল) : নতুন সদস্য সংগ্রহ ও তরুনদের সোসালিষ্ট পার্টির সমর্থন এবং সদস্য ভুক্তির জন্য গত ২৯ মে সোমবার লিসবনের রুয়া দো বেনফরমেসোর টেস্ট অফ লিসবন রেস্টুরেন্টে

বাংলাদেশ ও লিসবনের তরুন প্রজন্মের সাথে পর্তুগাল এর সোসালিষ্ট পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জুভেন্টুদ সোসিলিস্তা দি লিসবোয়াএর প্রেসিডেন্ট ডুয়াররে মারসাল, সংসদ সদস্য পেদ্রো আনাস্থসিয়ো, কাথারিনা সিলভা স্বমন্নয়ক (যে এস) এবং সোসালিষ্ট পার্টির নেতা রানা তাসলিম উদ্দিন। এছাড়াও সোসালিষ্ট পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির সোসালিষ্ট পার্টির সদস্য এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগন তাদের আলোচনায় পর্তুগাল ও বাংলাদেশের মধ্যেকার সুসম্পর্কের কথা তুলে ধরেন এবং তরুণদের সোসালিষ্ট পার্টির সমর্থনের আহবান জানান। এছাড়াও বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে পর্তুগাল এর অনেক সামঞ্জস্য রয়েছে বলে নানান দিক তুলে ধরেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।