ভোলার বাপ্তা-চরসামাইয়া-ধনিয়া ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা
এনজিও বিষয়ক প্রতিনিধি ॥ ভোলা সদর উপজেলার বাপ্তা-চরসামাইয়া ও ধনিয়া ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার পৃথক পৃথক সময়ে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট পেশ করা হয়।
বাপ্তা : জন অংশীদারিত্বে টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ২৯ মে’২০২৩ইং সোমবার ভোলা সদর উপজেলার ৫ নং বাপ্তা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ০৫ নং বাপ্তা ইউনিয়ন পরিদের চেয়ারম্যান মো: ইয়ানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ইউপি সচিব শ্যামল দে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী, ও বিভিন্ন শ্রেনী পেশার মহিলা পুরুষসহ প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবারের বাজেটে বিশেষ করে গভীর নলকুপ, টয়লেট প্রান্তিক জনগোষ্ঠি, মহিলা, প্রতিবন্ধী, তামাক নিয়ন্ত্রন, ন্যাপকিন ও হাউজিন খাতে বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৫ লাখ ৬৫ হাজার টাকা, ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৩ লাখ ৯৩ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মো: ইয়ানুর রহমান বিপ্লব বলেন, আমাদের সকলের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সরকারকে সহায়তা করা। আমাদের উন্নয়নের ধারাকে সামনের দিকে আগ্রসর করতে হলে গ্রাম, ওয়ার্ড ও প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করা।। সমাজের কোন মানুষ যাতে কোন ধরনের সুবিধা থেকে বাদ না পড়ে এ জন্যই আমরা উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষকে আমন্ত্রন জানিয়েছি এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সকল শ্রেনী পেশার মানুষ এক যোগে কাজ করতে হবে। পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য এবং পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এই খাতের খরচকে খরচ হিসাবে বিবেচনা করা যাবেনা এটাকে বিনিয়োগ হিসাবে বিবেচনা করতে হবে। ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে প্রান্তিক জনগোষ্ঠি, প্রতিবন্ধী, মহিলাদের টয়লেট ও নলকুপের জন্য আলাদা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের স্যানিটারী ন্যাপকিন বিতরনের জন্য বাজেট বরাদ্ধ রেখেছি। সংশ্লিষ্ট সরকারী বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানগুলির নিকট আমি দাবী করছি যাতে এই খাতের প্রতি নজর রাখে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বৃক্ষরোপন খাতগুলির প্রতি গুরুত্ব আরোপ করছি।
চরসামাইয়া : গত (২৯ মে) মঙ্গলবার সকাল ১১টায় ভোলায় চরসামাইয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে জনঅংশীদারিত্বে টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ‘উন্মুক্ত বাজেট সভা” চরসামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মহিউদ্দীন মাতাব্বর এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বড় চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: গোলাম মোস্তফা এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফারুক। এছাড়াও ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী, ও বিভিন্ন শ্রেনী পেশার মহিলা পুরুষসহ ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ সচিব মো: আলাউদ্দীন হাওলাদার ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৫শত ৮০ টাকা, ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৯৩ লাখ ২১ হাজার ৫ শত ১ টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ৩০ হাজার ৩ শত ৫০ টাকা।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মহিউদ্দীন মাতাব্বর বলেন, আমাদের সকলের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সরকারকে সহায়তা করা। আমাদের উন্নয়নের ধারাকে সামনের দিকে আগ্রসর করতে হলে গ্রাম, ওয়ার্ড ও প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করা।। সমাজের কোন মানুষ যাতে কোন ধরনের সুবিধা থেকে বাদ না পড়ে এ জন্যই আমরা উ¤œুক্ত বাজেট সভায় ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছি এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সকল শ্রেনী পেশার মানুষ এক যোগে কাজ করতে হবে। পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য এবং পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এই খাতের খরচকে খরচ হিসাবে বিবেচনা করা যাবেনা এটাকে বিনিয়োগ হিসাবে বিবেচনা করতে হবে। ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে প্রান্তিক জনগোষ্ঠি, প্রতিবন্ধী, মহিলাদের টয়লেট ও নলকুপের জন্য আলাদা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের স্যানিটারী ন্যাপকিন বিতরনের জন্য বাজেট বরাদ্ধ রেখেছি। সংশ্লিষ্ট সরকারী বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানগুলির নিকট আমি দাবী করছি যাতে এই খাতের প্রতি নজর রাখে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বৃক্ষরোপন খাতগুলির প্রতি গুরুত্ব আরোপ করছি।
যফয[
ধনিয়া : গত (২৯ মে) সোমবার ভোলায় ধনিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে জনঅংশীদারিত্বে টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ‘উন্মুক্ত-বাজেট সভা” ধনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: এমদাদ হোসেন কবির এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী, ও বিভিন্ন শ্রেনী পেশার মহিলা পুরুষসহ ৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ সচিব মো: ফারুক ২০২৩-২০২৪ অর্থ বছরে আয় ধরা হয় আয় ৩ কোটি ২ লাখ ৭০ হাজার ৪ শত ২০ টাকা, ব্যায় ২ কোটি ৯৭ লাখ ৮২ হাজার ২ শত ৫৩ টাকা এবং উদ্বৃত্ত ৪ লাখ ৮৮ হাজার ১ শত ৬৭ টাকার সম্ভব্য বাজেট ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: এমদাদ হোসেন কবির বলেন, আমাদের সকলের ও লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সরকারকে সহায়তা করা। আমাদের উন্নয়নের ধারাকে সামনের দিকে আগ্রসর করতে হলে গ্রাম, ওয়ার্ড ও প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে।। সমাজের কোন মানুষ যাতে কোন ধরনের সুবিধা থেকে বাদ না পড়ে এ জন্যই আমরা উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষকে আমন্ত্রন জানিয়েছি এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, জন প্রতিনিধি এবং সকল শ্রেনী পেশার মানুষ এক যোগে কাজ করতে হবে। ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে প্রান্তিক জনগোষ্ঠি, প্রতিবন্ধী, মহিলাদের টয়লেট ও নলকুপের জন্য আলাদা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের স্যানিটারী ন্যাপকিন বিতরনের জন্য বাজেট বরাদ্ধ রেখেছি। আমাদের সীমাবদ্ধতার কারনে যদিও আমরা পানি,স্যাটেশন ও হাইজিন এবং পানি সম্পদ ব্যবস্থানা খাতে বেশি বরাদ্দ রাখতে পারি নাই। সংশ্লিষ্ট সরকারী বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানগুলির নিকট আমি দাবী করছি যাতে এই খাতের প্রতি নজর রাখে। পাশাপাশি শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বৃক্ষরোপন খাতগুলির প্রতি গুরুত্ব আরোপ করছি। ভ’উপরোস্থ পানি ব্যবহারে সচেতনতা, পুকুর, খাল, নদী, ডোবার পানি নষ্ট না করার জন্য জনসাধারনকে সচেতন করা এবং উক্ত বিষয়ে সরকারকে পদক্ষেপ গ্রহন করার জন্য অনুরোধ জানান।