বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবাদ পুরুষ মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের বীর সেনানী জেড ফোর্সের অধিপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩০ মে) শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মিলাত মাহফিলের আয়োজন করেন।
বিকাল ৪টায় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী মোঃ ফিরোজ আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মুনাজাতে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা- আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম খার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাসান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম নাসিম কাজী, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আজম, দেউলা ইউনিয়ন বিএনপি সভাপতি আমির হোসেন বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিক আসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানেশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদারসহ উপজেলা বিএনপির অংগসমূহের নেতা-কর্মীগণ।