চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশন উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো: শাহিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৩০মে) সকাল ৯ টার দিকে উপজেলার জিন্নাগর ইউনিয়নের চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, শাহিন উপজেলায় বিকাশ কোম্পানিতে চাকরি করতো। সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে চরফ্যাশন সদর বিকাশ অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছিল। হঠাৎ স্থানীয় চকবাজার সংলগ্ন তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে স্পিড ব্রেকার থাকায় মোটরসাইকেল লাফ মেড়ে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন শাহিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকৎসার জন্য চিকিৎসক বরিশাল সেবাসিমে রেফার করেন। পরে বরিশাল নেওয়ার পথে ভোলা সদরে শাহিনের মৃত্যু হয়। চরফ্যাশন থানার (ওসি) মো. মুরাদ জানান, শাহিনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।