লালমোহনে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে মটরসাইকেল দুর্ঘটনায় আহসানুল হক প্রভাব নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছে। সোমবার সন্ধার পর লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহসানুল হক প্রভাব লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছে। তার বাড়ি উপজেলার কিশোরগঞ্জ গ্রামে মৃধা বাড়ি। বাবা লালমোহন উপজেলা আওয়ামীলীগের সদস্য মনিরুল হক মিঠু। আহসান হক প্রভাব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো: মাহাবুর রহমান।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধার পর মোটর সাইকেলে আহসানুল হক প্রভাব বাড়ি থেকে কিশোরগঞ্জ বটতলা দিকে আসছিলেন। এ সময় সামনে থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা মারে । এ সময় আহসানুল হক প্রভাব ট্রাকের চাপায় সড়কে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান । সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।