বাংলাবাজার আঞ্চলিক যুবদলের উদ্যোগে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
ভোলায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক’র ৫০ বছর পূর্তি পালিত
মনিরুল ইসলাম ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৮ মে) জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আসাদুজ্জামান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, জেলা স্কাউটের স্কাউটার মহিবুর রহমান সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আদিলা রশিদ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের পর গান ও নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলার নিয়মিত শিল্পীরা। দিবসটিকে কেন্দ্র করে গত ২২ তারিখের কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজীয় প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা স্কাউটের শিক্ষার্থী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশ ও জাতি গঠনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।