সর্বশেষঃ

প্রশান্তির খোঁজে তুলাতুলি’র মেঘনার তীরে

জে আই সবুজ ॥ ভোলার মেঘনা তীরবর্তী এলাকা তুলাতুলি এখানকার মানুষদেরকে মুগ্ধ করে। দিনে কিংবা রাতে হিমেল বাতাস লাগাতে এবং ক্লান্তি শেষে দুঃখ ভোলাতে কিছুক্ষণের জন্য হলেও পরিবার নিয়ে সময় কাটান মানুষরা।
সানজিদুল ইসলাম শুভ বলেন, সারাদিন পরিশ্রম করে এবং দিনের শেষে মাঝেমধ্যে (নদীর পাড়ে) আসলে মন ভালো হয়ে যায়। চিন্তা ভাবনা দূর হয়ে যায়। আর অতিথিরা ঘুরতে আসায় জমজমাট হয়ে উঠেছে তুলাতুলি এলাকাটি।
এখানে হরেক রকম দোকান, ফাস্টফুড, বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। সাগরকন্যা কুয়াকাটা ও কক্সবাজারের মত পাওয়া যায়, কাঁকড়া, চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছ। ফ্রাই এবং বারবিকিউ করা হচ্ছে অস্থায়ী দোকানগুলোতে। পছন্দের মাছটি কিনে দিলে দোকানিরা চাহিদা অনুযায়ী ফ্রাই বা বারবিকিউ করে সামনে এনে দেন। প্রয়োজন অনুযায়ী সস, সালাদ, ড্রিঙ্ক এমনকি গরম পরোটা দিয়ে আরাম করে বসে ভোজন বিলাশ করেন বেড়াতে আসা অতিথিরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।