বাংলাবাজার আঞ্চলিক যুবদলের উদ্যোগে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
দৌলতখানে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে দেশিয় মুরগি পালনে বিভিন্ন উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর এলাকায় দেশি মুরগি পালনে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে নানা উপকরণ বিতরণ করা হয়েছে। এসইপি প্রকল্পের আওতায় প্রায় ৩৮জন উদ্যোক্তাদের মাঝে এ উপকারণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ উপকরণগুলো বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, কারিগরি কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, শাখা ইনচার্জ মোঃ আবদুল্লাহ সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্যেক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি বিনামুল্যে ৩৮ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে জৈব নিরাপত্তা সরঞ্জাম, মুরগির ঠোঁট কাটার জন্য ডিবেকার মিশিন ও অটো ভ্যাকসিন গান, ব্ল্যাক সোলজার ফ্লাই এর খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম (নেট, ফ্লাই এর ডিম, গামলা, ড্রাম, নিপল ড্রিংকার এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।