ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

মোঃ মাহে আলম মাহী: ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহামুদুল হাসান।
এসময় অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ এবং দণ্ডবিধি, ভোক্তার দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ, পণ্যের গায়ে মোড়ক ব্যবহার, মূল্য তালিকা প্রদর্শন, সেবার মূল্য তালিকা সংরক্ষণ, ভেজাল পণ্য, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ওজনে কারচুপি, মিথ্যা বিজ্ঞাপন, নকল পণ্য ইত্যাদি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন বক্তারা। সেই সাথে সাধারণ ভোক্তা ও সচেতন মহলের প্রতি সজাগ দৃষ্টি রাখাসহ নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়।
এছাড়াও শহরজুড়ে বিদেশি কসমেটিক্স ব্যবহার, জুডিসিয়াল ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প ক্রয়-বিক্রয়ে কোনো রশিদ না থাকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, সরকারি, বেসরকারি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।