সর্বশেষঃ

ভোলার ইলিশা-১ কূপ থেকে গ্যাস উৎপাদন পরীক্ষা শুরু

মোঃ ওমর ফারুক ॥ ভোলা সদর উপজেলার ইলিশা-১ গ্যাস কূপ থেকে গ্যাস উৎপাদন পরীক্ষা শুরু করা হয়েছে। সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টায় এ কার্যক্রম শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বাপেক্স্র)। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এ কার্যক্রম চলবে। ভবিষ্যতে গ্যাস উৎপাদনের জন্য নতুন করে কূপের মধ্যে যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।
বাপেক্স’র ভূ-তাত্ত্বিক বিভাগের মহা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন জানান, এর আগে আমরা ইলিশা-১ কূপে ৩টি ডিএসটির’র মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তাতে গ্যাসের স্তরের ব্যাপারে ধারণা আমরা ধারনা পেয়েছি। এখন ডিএসটির যন্ত্র উঠিয়ে গ্যাস উৎপাদনের নতুন যন্ত্র স্থাপন করা হয়েছে। ফলে কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এটা তারই একটি উৎপাদন পরীক্ষা। পরীক্ষা শেষ হলে কার্যক্রম বন্ধ করে রাখা হবে। কূপটি থেকে পাইপ লাইনে গ্যাস সংযোগ দেওয়ার জন্য প্রস্তুত রাখা হবে।
তিনি জানান, বর্তমানে কূপের উপরে ১০ হাজার পিএসআই প্রেসার দেয়, সেই প্রেসারে যাতে গ্যাসটা ধাক্কা না মারতে পারে, তাই ওয়েল হেড যন্ত্র কূপের উপর বসিয়ে পরীক্ষা চলছে। ধীরে ধীরে গ্যাসের পানিসহ অন্যান্য উপাদান পরিষ্কার হয়ে পিওর গ্যাস আসবে। আমাদের গ্যাস প্রসেস করার জন্য ৬০ মিলিয়ন ঘনফুটের প্রসেস প্লান্ট কেনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এর আগে এ কূপটিতে গ্যাসের স্তর নিশ্চিত করতে ৩টি ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা করে সফল হয়েছি। যার প্রথম ডিএসটি করা হয় ২৮ এপ্রিল, দ্বিতীয় ডিএসটি ৭ মে ও ১৫ মে তৃতীয় ডিএসটি পরীক্ষা করা হয়। আশা করা হচ্ছে নতুন এ গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব এবং কূপটিতে ২শ’ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page