বাংলাবাজার আঞ্চলিক যুবদলের উদ্যোগে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
শেখ হাসিনাকে প্রাননাশের হুমকির প্রতিবাদে
লালমোহনে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লালমোহন প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাননাশের হুমকির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লালমোহন চৌরাস্তা মোড়ে লালমোহন উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, রেফারি যেমনি খেলার মাঠে ফাউল খেলোয়াড়কে লাল কার্ড দেখায় ঠিক তেমনি নির্বাচনে জনগনও বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বিদায় করবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াতে তখনই ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে বাংলার জনগন। এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সিনিয়র সহসভাপতি এড তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলালসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি-সম্পাদকবৃন্দ।