তজুমদ্দিনে রাখাল সেজে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার তজুমদ্দিনে রাখাল সেজে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ মে) সকালে তজুমদ্দিন থানা পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আঃ রহিমকে গ্রেফতার করে। সে তজমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর নাসরিন গ্রামের জেবল বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার পুলিশ রোববার সকালে কৌশলে রাখাল সেজে উপজেলার চর জহির উদ্দিন থেকে গ্রেফতারী পরোয়ানার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ. রহিমকে গ্রেফতার করা হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে চর জহির উদ্দিন থেকে সিআর ১৭/১৪(তজু), ধারা- বন আইনের ২৬(ক) ধারার(খ)(ঘ)(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতারী পরোয়ানা মূলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আঃ রহিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আ. রহিমকে রোববার দুপুরের পর ভোলার আদালতে পাঠানো হয়েছে।