ভোলায় বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ভোলায় বাংলা টিভির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় ভোলা কুইন আইল্যান্ড কিচেন রেস্টুরেন্ট এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলা টিভির ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের সভাপতিত্বে ও চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন দৌলতখান উপজেলার মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, বাসস এর স্টাফ রির্পোটার হাসনাইন আহমেদ মুন্না, দৌলতখান প্রেসক্লাবের সাবেক সম্পাদক গজনবী, এনজিও প্রতিনিধি জাকির হোসেন, আজকের ভোলার সহযোগী সম্পাদক শাহরিয়ার জিলন, দৈনিক দেশবাংলা ও ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি জসিম রানা, যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টর নুরে আলম ফয়েজ, এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, ভোলার বাণীর বোরহানউদ্দিন প্রতিনিধি ইকবাল হোসেনপ্রমুখ।