বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় ‘মোখা’ সম্পর্কে জেলে পল্লীতে সচেতনতায় পুলিশ
ইয়ামিন হোসেন : জেল্লে পল্লীগুলোতে ঘূর্ণিঝড় সম্পর্কে এখনো সচেতন হতে পারেনি মানুষ। মহা বিপদ সংকেত এর মধ্যও প্রতিদিনের মত নদীতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। এমন খবরে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা একটি টিম নিয়ে ইলিশা সোনাডগী জেলে পল্লী ও মেঘনার কুলের জেলেদের মাঝে ঘূর্ণিঝড় মোখা এর সম্পর্কে সচেতন করেন। পুলিশের সচেতনতায় মহা বিপদ সংকেত এর মধ্য নদীতে যাওয়া থেকে বিরত থাকেন জেলেরা।