ভোলার বোরহানউদ্দিনে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্র কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহোযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সোমবার দিন ভর এ প্রশিক্ষণ কর্মশালা হয়। প্রশিক্ষণ কর্কশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মিয়া, বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজীব, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ স্বাস্বত মিস্ত্রী চন্দন,পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার, কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ কেএম আসাদুজ্জামানসহ বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সভাপতি এইচ.এম.এরশাদ বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মশালায় ধুমপান ও তামাক সেবনের ফলে স্বাস্থ্য বিভিন্ন ক্ষতির বিষয়ে আলোচনাসহ জনসমাগমে ধুমপানের অপরাধ বিষয়ে আইনের আলোচনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সিএ মোঃ রুবেল, আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, উপজেলা আনসার ভিডিপির অফিসার আব্দুর রহিম, সাচড়া ইউপি সচিবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।