লালমোহনে সড়ক দুর্ঘটায় দুই মটরবাইক আরোহী গুরুতর আহত
লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহন সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে লালমোহন সদর হাসপাতালে নেয়ার পর অবস্থা খারাপ দেখে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চরভুতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুরু ডাক্তার বাড়ীর কাছে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা ২ আরোহী হাফেজ ও শরীফ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদেরকে লালমোহন হাসপাতালে আনলে আবস্থা অবনতি দেখে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, ট্রলি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। আহতদের কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।