চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন
ভোলার শিবপুরে জমিজমা বিরোধে হামলা নারীসহ আহত-৪
স্টাফ রিপোর্টার।
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেপারী বাজার সংলগ্ম জমিজমা বিরোধ কে কেন্দ্র করে নারীসহ ৪জন আহত হয়েছে।
১লা মে সকালে ভোলা সদরের শীবপুর ৯নং ওয়ার্ডের মুন্সী বাড়ীতে এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত আরিফুল ইসলাম শান্ত ও তার মা আফরোজা সুমীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আবুল খায়ের মুন্সী ও আমিরুন নেছা পলি কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা বিরোধ কে কেন্দ্র করে পূর্ব শক্রতার জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে শাহাজান মুন্সীর নির্দেশে আজাদ, মনির ও উজ্জ্বলসহ ৮/১০ জনে মিলে আরিফুল ইসলাম শান্ত ও আফরোজা বেগম কে পিটিয়ে জখম করেন। এ সময় আবুল খায়ের ও আমিরুন নেছা পলিকে ও আহত করেন হামলাকারীরা।
পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শাহাজান মুন্সী জানান, তাদের লোক ও আহত হয়েছে। আমাদের ও হয়েছে।
শিবপুর ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুল মান্নান বলেন মারামারি হয়েছে সত্য, আহতদের চিকিৎসা নিতে বলেছি।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।