সর্বশেষঃ

লালমোহনে চালের পোকা মারার ওষুধে প্রাণ গেল গৃহবধূর

লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে ভুলে চালের পোকা মারার ওষুধ খেয়ে মোসা. সালেফা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গৃহবধূ সালেফা ওই এলাকার মো. হানিফের স্ত্রী।
জানা যায়, গৃহবধূ সালেফা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ্য ছিল। বুধবার রাতে হঠাৎ করেই ঘরে রাখা চালের পোকা মারার ওষুধ খেয়ে ফেলেন তিনি। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে। পরে তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গৃহবধূ সালেফার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান গৃহবধূ সালেফা খাতুন।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।