ভোলার পরানগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
ডেস্ক রিপোর্ট : ভোলায় কাভার্ডভ্যানের ধাক্কায় আরিফ (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ভোলা-ভেদুরিয়া ফেরিঘাট সড়কের পরানগঞ্জ বাজার সংলগ্ন রবি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. আলীর ছেলে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, একটি ভ্যান পরানগঞ্জ বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আরিফের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
সুত্র : বাংলানিউজ।