এমপি মুকুলের নিজস্ব তহবিল থেকে নেতা-কর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ
রোমানুল ইসলাম সোহেব ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনের আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ নগদ অর্থ বিতরণের উদ্যোগ নেন তিনি। ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পেয়ে হাঁসি ফুটেছে নেতা-কর্মীদের মাঝে। এসময় দৌলতখান ও বোরহানউদ্দিনের উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।