ভোলায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ ॥ প্রকৃতি রক্ষায় অঙ্গিকার

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মানবতার সেবায় প্রকৃতি ও জীবন ক্লাব ভোলা এর উদ্যোগে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় ৩শ’ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকাল ১০টায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ভোলা সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহাবুব আলম।
বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক এডভোকেট বিথী ইসলাম, মশিউর রহমান পিংকু, শারমিন জাহান শ্যামলি, অনোয়ার পারভেজ, সমন্বয়ক মোঃ হারুন অর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন। ভোলা সদর উপজেলার, কাচিয়া, পুর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, বাপ্তা, উত্তর দিঘলদি সহ ৫টি ইউনিয়ন ও পৌর এলাকার ওয়েষ্টার্ণ পাড়া, চরনোয়াবাদ এলাকার দুস্থদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ৬ কেজি চাল, দেড় কেজি মশুর ডাল ও ১ লিটার সয়াবিন তেল। খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষগুলো। রমজানে এমন প্রাপ্তি তাদের মুখে হাঁসি ফুটিয়েছে বলে জানান খাদ্য সহায়তা প্রাপ্ত দুঃস্থরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।