সর্বশেষঃ

আইসিসি’র মাসসেরা সাকিব

স্পোর্টস ডেস্ক ॥ মার্চ মাসের জন্য আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। সাকিব ‘শক্ত প্রতিদ্বন্দ্বিতায়’ পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে। মার্চ মাসে আইসিসির সেরা নারী ক্রিকেটার হয়েছেন রুয়ান্ডার ১৯ বছর বয়সী অলরাউন্ডার হেনরিয়েট ইশিময়ে।
২০২১ সাল থেকে চালু হওয়া এ পুরস্কার দ্বিতীয়বারের মতো জিতলেন সাকিব। এর আগে জিতেছিলেন ২০২১ সালের জুলাইয়ে। সাকিব ছাড়াও বাংলাদেশ থেকে পুরুষ ক্রিকেটার হিসেবে পুরস্কারটি জিতেছেন মুশফিকুর রহিম (২০২১ সালের মে)।
মার্চ মাসের সেরা হয়ে সাকিব বলেছেন, ‘আমি এ পুরস্কার জিততে পেরে সম্মানিত। বিশেষজ্ঞ প্যানেল যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ধন্যবাদ দিতে চাই। এ স্বীকৃতির মূল্য আমার কাছে অনেক। কারণ দুর্দান্ত কিছু ক্রিকেটারের বেশ কিছু বিশেষ পারফরম্যান্স ছিল গত মাসে।
১২ ম্যাচ ৩৫৩ রান আর ১৫ উইকেটÍগত মাসে তিন সংস্করণ মিলিয়ে এমন পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছিলেন সাকিব। গত মাসেই ৭ বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতেছিল বাংলাদেশ। আর টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে সাকিব নিয়েছিলেন ৪ উইকেট। টি-টোয়েন্টি সিরিজেও সাকিব নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়েছিলেন ৩ উইকেট। প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন অপরাজিত ২৪ বলে ৩৪ রানের ইনিংস।
এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রান করেছিলেন সাকিব। টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ৩ ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতে ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছিলেন ৩৮ রানের অপরাজিত ইনিংস।
সাকিব অবশ্য আলাদা করে বলেছেন ইংল্যান্ডকে ধবলধোলাই করার কথাই, ‘যদি গত মাস থেকে উল্লেখযোগ্য কিছু বেছে নিতে হয়, তাহলে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করার কথাই বলতে হবে। সব বিভাগে দল যেহেতু সুন্দর পারফরম্যান্স দেখিয়েছে, নিজের ভূমিকা ও দলে অবদান রাখার দিকে মনযোগ দেওয়াটা সহজ হয়ে গেছে তাই আমার জন্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page